গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় চাঁদার টাকা না পেয়ে চাঁদাবাজরা সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পাথালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী শেখ মোরাদ হোসেন জানান, প্রায় ১১ বছর আগে আমি ঢাকা-খুলনা মহাসড়কের কাছে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় ২২ কাঠা জমি ক্রয় করি। জমি ক্রয়ের পর আমি ওই জমি দখলে গেলে স্থানীয় সিরাজুল মোল্লার নেতৃত্বে বাদশা মোল্লা, রাজিম মোল্লা, ইররাম মোল্লাসহ কয়েকজন আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
তাদের চাঁদা না দিয়ে আমি আমার ক্রয়কৃত জায়গায় সীমানা প্রাচীর দিলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে রবিবার ওই সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে ফেলে। আমি এ চাঁদাবাজদের হাত থেকে মুক্তি চাই এবং তাদের উপযুক্ত শাস্তি চাই।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেননি বলে জানান তিনি।