,

গোপালগঞ্জে চক্ষুসেবা পেল ‘প্রান্তিক জনগোষ্ঠি’

গোপালগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে গোপালগঞ্জে ৩শ’ প্রান্তিক জনগোষ্ঠি পেয়েছে চোখের আধুনিক চিকিৎসা।

বুধবার (৩১ মার্চ) মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু সেবা প্রদান করা হয়।

এ্যাড. কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশনের সহযোগিতায় গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফের অ্যাসোসিয়েশন আয়োজিত এ চক্ষু ক্যাম্প থেকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে চিকিৎসক, নার্স, সাইড সেভার্স ও অরিবিসের কর্মকর্তারা এ সেবা প্রদান করেন।

এ দিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ, সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম, গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য গোহালা ইউপি চেয়ারম্যান শফিকুল আলম মোল্লা, মুক্তিযোদ্ধা আলী হোসেন মাতুব্বর, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোতালেব মোল্লা, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবালসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর