গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পরিচিতি সম্পর্কিত কৃষক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের হল রুমে বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কৃষক ওয়ার্কসপের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার পরিচালক (গবেষণা) ড. হোসনে আরা বেগম।
বিনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: সেকেন্দার শেখ, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রবিউল ইসলাম আকন্দ, সৈয়দ ইসতিয়াক আকতার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।