,

গোপালগঞ্জে করোনায় ‘প্রাণ গেল গৃহবধূর’

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে হাফিজা বেগম (৩৫) নাম এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাফিজা বেগম গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকার ছবেদ আলীর স্ত্রী। এই নিয়ে গোপালগঞ্জে এ পর্যন্ত করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই গৃহবধু শনিবার বেলা ১১ টায় হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার দেহে করোনা ধরা পড়ে। তিনি আজ সকাল সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

তিনি আরো জানান, গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩শ’ ৯৬ জন।

এই বিভাগের আরও খবর