শনিবার রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান।
আব্দুল করিম সিকদার (৩৫) নামের এই যুবক গোপালগঞ্জ সদর উপজেলার পুটিবাড়ি গ্রামের সাফায়াত সিকদারের ছেলে।
ডা. অসিত কুমার মল্লিক বলেন, করোনার উপসর্গ নিয়ে আব্দুল করিম শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালে ভর্তি হন। রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
“তার নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানা যাবে।