,

গোপালগঞ্জের হিজড়াদের ঈদ উপহার দিলেন পুলিশ সুপার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  ঈদ উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ জেলায় বসবাসরত পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

সোমবার বিকালে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে জেলা পুলিশের উদ্যোগে ২৫ জনের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, তেল, সেমাই, চিনি, পোলাউ চাল, সাবান ও মাস্ক প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থাকতে অনুরোধ করেন তিনি।

এই বিভাগের আরও খবর