গোপালঞ্জ প্রতিনিধি: বই উৎসব উপলক্ষে বছরের প্রথম দিনে গোপালগঞ্জের ১ হাজার ১২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ২৬ লাখ ৫১ হাজার ৪৫টি নতুন বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে একযোগে জেলা শহরের বিণাপাণি সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, এস এম মডেল সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়সহ জেলার ১ হাজার ১২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় বই বিতরণ শুরু করা হয়।
পরে জেলার ৮৬২টি প্রাথমিক বিদ্যালয় ও ২৬০টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাকদের হাতে নতুন বছরের বই তুলে দেন শিক্ষকরা। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয়।