গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাসের ভেতর থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ‘মেসার্স গোপালগঞ্জ ফিলিং স্টেশনের’ সামনে থাকা একটি বাসের ভেতর থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, বাসের পাশ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।