লিয়াকত হোসেন লিংকন: লবনের গুজব, পেঁয়াজের পর এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘লবন’ এর মূল্য বৃদ্ধি নিয়ে গুজব ছড়িয়ে পড়লে লবন কেনার হিড়িক পড়ে যায় হাট-বাজারের দোকানগুলোতে। মঙ্গলবার সকাল থেকে মানুষ লবন কেনার জন্য দোকানে গিয়ে ভিড় করেন। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি দামে লবন বিক্রি করেন।
এ খবর ছড়িয়ে পড়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বিভিন্ন হাট-বাজারে গিয়ে বিষয়টি গুজব বলে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লবনের কারণে কাউকে জরিমানা করা হয়নি বলে জানান ইউএনও।
স্থানীয়রা জানায়, লবনের কেজি ২’শ টাকা হবে’ কাশিয়ানী উপজেলার বিভিন্ন হাটে-বাজারে এমন গুজব হঠাৎ করেই ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে ৩০টাকা কেজির লবন ৮০টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা আরো জানায়, সোমবার রাতে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ফোন আসতে থাকে লবন ২শ টাকা কেজি হবে। এমন গুজবে মঙ্গলবার সকাল থেকেই সব বয়সের নারী পুরুষ বিভিন্ন দোকানে গিয়ে বেশী বেশী লবন কিনে মজুদ করেন। ফলে মুহূর্তের মধ্যে লবনের দাম বেড়ে যায়। ৩০টাকা কেজি লবনের দাম বেড়ে দাঁড়ায় ৮০ টাকায়।
জানা গেছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পেঁয়াজের পর লবন নিয়ে গুজব ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। গুজবের কারণে কাশিয়ানী সদরসহ উপজেলার জয়নগর, ভাটিয়াপাড়া, রামদিয়া, ঘোনাপাড়া, সাজাইল, রাজপাট বাজারসহ বিভিন্ন হাট-বাজারে লবন ৮০ টাকা করে বিক্রি হয়।
উপজেলার ঘোনাপাড়া বাজারের ব্যবসায়ী পাভেল হোসেন মোবাইলে জানিয়েছেন, লবনের দাম বৃদ্ধি নিয়ে হঠাৎ করে গুজব ছড়ানোয় আমাদের বাজারে লবন কিনতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। আবার অনেক ব্যবসায়ী লবন বিক্রি বন্ধ করে দিয়েছেন।
কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, ‘একটি চক্র গুজব ছড়িয়ে বেশি দামে লবন বিক্রি করার পাঁয়তারা করছে। বিষয়টি জানার পর পরই বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। বাজারে যথেষ্ট লবন রয়েছে। তবে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’