সদর প্রতিনিধি, গাজীপুর: মাদকবিরোধী অভিযান চালিয়ে গাজীপুরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
রবিবার (১৫ মার্চ) দুপুরে র্যাব-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার (১৪ মার্চ) রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার রাজেন্দ্রপুর রেলগেট থেকে ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতারা হলো- রাজেন্দ্রপুর রেলগেট এলাকার মোসা. সুমি আক্তার ওরফে সাবিনা (২৩) ও একই এলাকার আল আমিন (২২)।
র্যাব-১ থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে শ্রীপুর থানা এলাকার রাজেন্দ্রপুর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। ওই অভিযানে স্থানীয় দুইজন মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে র্যাব সদস্যরা ১০২ পিস ইয়াবা উদ্ধার করেন। একই সঙ্গে তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ওই দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও র্যাব থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।