,

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শাহজালালের ছেলে আবু বকর (১৬), রমজান আলীর ছেলে সাইম (১৬) ও মজির উদ্দিনের ছেলে শরীফ (১৬)। তারা ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল ধলাপাড়া ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অহেদুল ইসলাম।

তিনি জানান, সকালে ধলাপাড়া সরিষাআটা মোড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এসময় আরোহী ওই তিন শিক্ষার্থী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এই বিভাগের আরও খবর