খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর খালিশপুর বৈকালী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিকেলে যখন নগরীর ফেরিঘাট এলাকায় সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশ চলছিল, তখন ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ সময় দলীয় কার্যালয়ে থাকা আসবাব, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরের পাশাপাশি সেগুলোতে আগুন দেয়া হয়।
পুলিশ বলেছে, কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে তারা কিছু জানে না।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির-উল-গিয়াস বলেন, ‘ওই কার্যালয়টিতে আগুন দেয়া হয়েছে। তবে কারা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
তবে বিএনপি এই আগুনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। বিএনপির ওই অস্থায়ী কার্যালয়ের বিপরীতে আওয়ামী লীগেরও একটি অস্থায়ী অফিস রয়েছে।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, ‘আওয়ামী লীগের নেতারা আমাদের অফিসে আগুন দিয়েছে। তারা আমাদের অফিসটি পুড়িয়ে দিয়েছে। একেবারে সব পুড়ে ছাই হয়ে গেছে।’
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। আমাদের কোনো নেতা-কর্মী এটা করেনি।’