বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: ক্রিকেটারদের সঙ্গে চুক্তির মেয়াদকাল একবছর থেকে কমিয়ে ছয় মাসে আনার কথা চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ায় ক্রিকেটারদের সঙ্গে চুক্তির মেয়াদ কমানোর কথা চিন্তা করছে ক্রিকেট বোর্ড।
বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে জানিয়েছেন, বিষয়টি চূড়ান্ত না হলেও আগামী বোর্ড বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির মেয়াদকাল সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।
আকরাম খান বলেছেন, ‘এটা নতুন কোনো আইন নয়। যদি আমরা যদি চাই তবে নতুন কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করবো এবং ডিসিপ্লিনারি অ্যাকশনের কারণ অথবা বাজে পারফরম্যান্সের কারণে যে কাউকে বাদ দিতে পারবো। এ কারণেই চুক্তির মেয়াদকাল কমিয়ে আনা হতে পারে। আমরা এবার এটাই করতে চাই।’
আকরাম মনে করেন, বাজে পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হলেও তা ক্রিকেটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না, ‘এটা কেন কোনো ক্রিকেটারের ওপর বাড়তি চাপ ফেলবে। অনেকের মধ্যে থেকে ১২-১৩ জন ক্রিকেটারের সঙ্গে আমরা চুক্তি করি। সুতরাং, আমরা টপ পারফর্মারদের চাই। বোর্ড খেলোয়াড়দের ওপর অনেক টাকা বিনিয়োগ করে এবং অনেক সুযোগও দেয়। কিন্তু দেখা যাচ্ছে, প্রত্যাশা অনুযায়ী আমরা ফল পাচ্ছি না। আমাদের ক্রিকেটের জন্য যা ভয়ঙ্কর ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘পারফরম্যান্স এখানে বিবেচ্য। এই আইন চালু করলে, সহজেই আমরা নতুন ক্রিকেটারদের চুক্তির আওতায় আনতে পারবো এবং বাজে ফর্মে থাকা ক্রিকেটারদের বাদ দিতে পারবো। পারফর্ম কড়া খুব গুরুত্বপূর্ণ, আইন-কানুন মানাও। আমরা এবার সবকিছুই বিবেচনায় আনছি।’
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পেছনে বোর্ড প্রতিবছরই অনেক টাকা খরচ করে। মোট ১০ জন ক্রিকেটার রয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতাধীন। সেখানে ‘এ প্লাস’ শ্রেণির ক্রিকেটাররা পান মাসিক ৪ লাখ টাকা করে, ‘এ’ শ্রেণিতে ৩ লাখ, ‘বি’ শ্রেণির ক্রিকেটাররা পান ২ লাখ টাকা করে। আর ‘রুকি’ শ্রেণির ক্রিকেটারদের সম্মানী ১ লাখ টাকা।
রুকি নামক বিশেষ শ্রেণিতে রয়েছেন চার ক্রিকেটার। তারা হলেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ, নাঈম হাসান ও খালেদ আহমেদ। এদিকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০ ক্রিকেটার হলেন- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হোক, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।