নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার চর আমজাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সৌরভ হোসেনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে চর আমজাদ এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে সৌরভ হোসেনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।