জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেসক্লাব নিয়ে কটুক্তি করায় সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার (২৭ জুন) উপজেলার ভাঙ্গারহাট তারিমপুর তেলিহাটি বিদ্যালয় সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে দুই সাংবাদিককে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দৈনিক ইনকিলাবের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি কামরুল হাসান ও দৈনিক জনতার প্রতিনিধি বিষ্ণু ওঝা কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাব সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়ে আসছিল। এরই জের ধরে দৈনিক অর্থনীতি পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব সুলতানের সাথে ওই দুই সাংবাদিকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি শান্ত হয়ে করে। কিন্তু ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ওই দুই সাংবাদিক কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
সাংবাদিক মাহবুব সুলতান বলেন, ‘কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাব নিয়ে অসৌজন্যমূলক কথাবার্তা বলায় তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়। কিন্তু তারা আমাকে ফাঁসাতে নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন।’
কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জেমস বাড়ৈ বলেন, ‘সাংবাদিক বিষ্ণু ওঝা ও কামরুল হাসান বিভিন্ন সময় আমাদের ক্লাব নিয়ে কটুক্তি করে আসছিল। ঘটনার দিন ওই দুই সাংবাদিক ভাঙ্গারহাটে এসে আমাদের ক্লাব নিয়ে আপত্তিকর কথাবার্তা বলায় সেখানে উপস্থিত সাংবাদিক মাহবুব সুলতানের সাথে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার বলেন, ‘ওই দুই সাংবাদিক তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কথা বলে হাসপাতালে ভর্তি হযেছেন। প্রকৃত পক্ষে তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’