,

কোটালীপাড়ায় খালে মিলল নিখোঁজ যুবকের লাশ

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খাল থেকে রাজিব খান (২০) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ঘাঘর-পয়সারহাট খালের হরিণাহাটি নামক স্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব খান বান্ধাবাড়ী ইউনিয়নের হরিণাহাটি গ্রামের মৃত পিন্টু খানের ছেলে।

এলাকাবাসীরা জানান, মরদেহটি খালে ভাসতে দেখে কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেয়া হয়।

ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজিব খানের মা মতুরা বেগম জানান, রাজিব গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনদিন ধরে রাজিবকে আমরা খোঁজাখুজি করেও তার সন্ধান পাইনি।

আজ সকালে এলাকাবাসীর কাছে জানতে পারলাম খালে একটি মরদেহ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহটি আমার রাজিবের।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এলাকাবাসীসূত্রে জানতে পারলাম রাজিব মাদকাসক্ত ছিলেন।

ধারণা করা হচ্ছে, মাদক সেবন করে পানিতে পড়ে মারা গেছেন রাজিব। তবে মরদেহটি ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর