,

কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আর নেই

মুন্সি এবাদুল ইসলাম।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও হিরন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুন্সি এবাদুল ইসলাম (৫২) আর নেই।

মঙ্গলবার রাত সাড়ে সাড়ে ১১টায় রাজধানীর ফরাজী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

মুন্সি এবাদুল ইসলাম মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুন্সি আবুল কাশেমের ছেলে।

তার মৃত্যু সংবাদ কোটালীপাড়া উপজেলায় ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের আরও খবর