,

কেরানীগঞ্জে অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ

বিডিনিউজ ১০ ডেস্কবুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে অত্যাধুনিক একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগটি নিয়েছেন ওই এলাকার (ঢাকা-৩) সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বৃহস্পতিবার তার উদ্যোগ ও পরিকল্পনা উপস্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে।

এ নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই প্রতিমন্ত্রীর বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেরানীগঞ্জে অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ নিয়ে একটি থ্রি ডি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘উদ্যোগটি খুবই ভালো ও প্রশংসনীয়। কেরানীগঞ্জকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা নেয়া হয়েছে তাকে আমি স্বাগত জানাই। বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে প্রস্তাবনা দিয়েছেন তা নিয়ে আমরা অচিরেই আরেকটি বৈঠকে বসবো। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনার আলোকে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর