কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হলেন মো. নাজমুল হোসেন মোল্যা।
তিনি পিঙ্গলিয়া সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও আরমান অফসেট প্রেসের ব্যবস্থাপনা পরিচালক।
মো. নাজমুল হোসেন বলেন, আমাকে সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত করায় কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য কাজ করে যাব।
তিনি আরো বলেন, আমি দলের একজন তৃণমূল পর্যায়ের কর্মী হিসেবে আমার সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো। এ ক্ষেত্রে সকল সহযোদ্ধা ও নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।