,

কাশিয়ানীর ওড়াকান্দিতে ‘জাতীয় শোক দিবস’ পালিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুলের অর্থায়নে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু জীবনভিত্তিক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. মোশারফ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নেওয়াজ হোসেন মোল্যা, কৃষি বিষয়ক সম্পাদক টিটো মোল্যা, ইউপি সদস্য মো. অলিয়ার রহমান, সবুজ মোল্যা, আজিজুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর