,

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে অনুদান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনায় সড়ক দূর্ঘটনায় নিহত-আহত ১২টি পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

সোমবার বিকালে উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহমেদ ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।

সড়ক দূর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার এবং আহত জনের পরিবারের প্রত্যেককে দশ হাজার করে মোট ২ লাখ ১০ হাজার টাকা সরকারি এ আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও সাজাইল ইউপি চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি নসিমনে করে নির্মাণ শ্রমিকের কাজ করতে যাওয়ার পথে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসষ্ট্যান্ডে ফাল্গুনী পরিবহন ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ নিহত ও আহতের ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর