কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কের দুই পাশে চাতাল করে বালু রাখার দায়ে পাঁচ বালু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মিন্টু বিশ্বাস এ রায় প্রদান করেন।
ব্যবসায়ীরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০), হেমায়েত মল্লিক (৪০), মো. মিজানুর রহমান (৪৫), আবদুল্লাহ (৩০), মুন্না শেখ (২২)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-কালনা মহাসড়কের দু’পাশে সড়কের জায়গা দখল করে স্থানীয় বালু ব্যবসায়ীরা ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে পাঁচ বালু ব্যবসায়ীকে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমাণা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে স্ব স্ব বালু ব্যবসায়ীদের বালু সড়কের পাশ থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মো. খলিলুর রহমান এবং কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান খান।