কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাদের সম্মাননা দিয়েছেন।
শুক্রবার (২৬ মার্চ) বিকালে কাশিয়ানী উপজেলার পারুলিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলামের উদ্যোগে এ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে তাদের বীরত্বগাঁথা ঘটনা স্মৃতিচারণ করেন।
পারুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদুল আলম খানের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাওছার মোল্যা, সাধারণ সম্পাদক কেএম সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, বীরমুক্তিযোদ্ধা নওজেশ আলী খান, মহাসীন মোল্যা, সোলাইমান বিশ্বাস, হাফেজ খান, ওয়াহিদুজ্জামান, নুর ইসলাম কাজী, হাসু মোল্যা, দবির মুন্সী, নুর আলী শেখ, মিজান শিকদারসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ শফিকুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে আমাদের জননেতা কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খানের দিকনির্দেশনা ও আওয়ামী লীগের উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কানতারা খানের অনুপ্রেরণায় আমি মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের এ সম্মাননা দিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে ৪৫ জন বীরমুক্তিযোদ্ধা ও ২২ জন আওয়ামী লীগ নেতাকে সম্মাননা প্রদান করা হয়। এরআগে ইউনিয়নের প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শফিকুল ইসলাম।