,

কাশিয়ানীতে ‘সিঁধ কেটে’ ঘর চুরি, মালামাল খোঁয়া

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সিঁধ কেটে তালাবদ্ধ ঘরে চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র খোঁয়া গেছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের কামরুজ্জামান মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক কামরুজ্জামানের বোন লিপচা বেগম জানান, তার ভাই গাজীপুরের একটি মসজিদে ইমামতি করেন। পরিবার নিয়ে তিনি সেখানে থাকেন। বাড়ির চুরি হওয়া ঘরটি তালাবদ্ধ অবস্থায় থাকে। মাঝে-মধ্যে তারা এসে তালা খুলে দেখাশোনা করেন। শনিবার সকালে এসে ঘরের সিঁধ কাটা ও ঘরের মালামাল ছড়ানো-ছিঁটানো দেখতে পান। ঘরের মধ্যে মালামাল রক্ষিত ট্রাংকটি পাশের একটি নির্মাণাধীন ভবনের মধ্যে ফেলানো পাওয়া যায়। চোরেরা ঘরে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকা, মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই নারীর।

কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর