জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (১১ এপ্রিল) তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত আসামী তোরাব আলী (৪৫) কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারইপাড়া এলাকা থেকে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী তোরাবকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।