৬ নং ওয়ার্ডের মেম্বার আনিসুজ্জামান মুন্না মোল্লা গাছ দুটি ক্রয় করে কেটে নিয়ে যায়। তবে কর্তৃপক্ষের কাছ থেকে সরকারি এ গাছ কাটার অনুমতি নিয়েছেন কিনা বলতে পারি না।
ইউপি মেম্বার মুন্না মোল্লার সঙ্গে কথা হলে তিনি জানান, ২২ হাজার টাকায় একটি তালগাছ ও একটি রেইনট্রি গাছ তিনি চেয়ারম্যানের কাছ থেকে কিনেছেন। এটা সরকারি জমির গাছ কি-না তিনি জানেন না তবে ওখানকার নদীর পাড়ের অধিকাংশ জমি খাস বলে তিনি জানান।
ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, তারাইল ভুমি অফিস থেকে একটি প্রতিবেদন পেয়েছি। অনুমতি ছাড়া সরকারি জমির এ গাছ ইউপি চেয়ারম্যান কিভাবে বিক্রয় করলেন আর ইউপি মেম্বার তা কিভাবে কিনলেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।