,

কাশিয়ানীতে শেখ সেলিমের পক্ষে আ’লীগের কাপড় বিতরণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে কাপড় বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৮৫০ পরিবারের মাঝে এ কাপড় বিতরণ করা হয়।

শনিবার ( ৮মে) বিকালে উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফেরদৌস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট মো. ফারুক আহমেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য আক্তার হোসেন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন মল্লিক, বীরমুক্তিযোদ্ধা আরোজ আলী, হায়দার তালুকদার, কালা তালুকদার, সোহরাব আলী, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ মিনা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা সভাপতি সিকদার সুমন, এসআই মো. নুরুল ইসলাম, হেমায়েত হোসেন বাচ্চু, নীল রতনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর