,

কাশিয়ানীতে শিশু অপহরণের ঘটনায় মামলা, গ্রেফতার ২

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশু মুরসালিন সরদার (৬) অপহরণের ঘটনায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার নিখোঁজ মুরসালিনের বাবা মো. বাচ্চু সরদার বাদী হয়ে কাশিয়ানী থানায় এ মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাজাইল ইউনিয়নের আমডাকুয়া গ্রামের আসাদ মুন্সী (৬০) ও হারুন সরদার (৫৭)।

মামলার বিরণে জানা গেছে, গত ২ আগষ্ট দুপুরে শিশু মুরসালিন বাড়ির পাশে সাজাইল বাজার জামে মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাজাইল পুরানো ইউনিয়ন পরিষদ ভবনের কাছে পৌছালে সাদা একটি মাইক্রোবাস যোগে অজ্ঞাতনামা ৫/৬ লোক এসে মুরসালিনকে জোরপূর্বক তুলে নিয়ে দ্রুত ঢাকা-খুলনা মহাসড়কের দিকে নিয়ে যায়। ১৭ দিন পরও শিশু মুরসালিন উদ্ধার না হওয়ায় নিখোঁজের বাবা মো. বাচ্চু সরদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট শুক্রবার দুপুরে মুরসালিন নিজবাড়ি থেকে বাড়ির পাশে অবস্থিত মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়। মুরসালিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ও আমডাকুয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে। এ ঘটনায় ওইদিন নিখোঁজের মা রুবিনা বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমর চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং শিশু মুরসালিনকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর