,

কাশিয়ানীতে ‘শত্রুতার বলি’ কৃষকের ২০০ লাউ গাছ

ক্ষতিগ্রস্থ লাউ গাছের নিচে বসে আছেন কৃষক কদর আলী।

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আধাঁরে এক কৃষকের ৩০ শতক জমির ২০০ লাউ গাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ কৃষকের।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম বদর আলী শেখ।

জানা গেছে, উপজেলার চরপরানপুর গ্রামের কৃষক বদর আলী শেখ অন্যের জমি লীজ ধার-দেনা করে ৩০ শতক জমিতে লাউ চাষ করেছেন। শ্রম-ঘাম ও পরিচর্যার গাছের ডগায় দোলছে লাউ। গাছে লাউ ধরায় লাভের মুখ দেখতে শুরু করেছিলেন কদর আলী। গাছে প্রায় ৫-৬ শত লাউ ধরেছে। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে ধারণা চাষী বদর আলীর। আবার অনেক ডগাতে লাউয়ের কুড়ি ও পাতায় পাতায় সবুজের সমারোহে মাচা ভরে উঠেছে। সবে মাত্র চাষকৃত লাউ বিক্রি শুরু করবেন। ঠিক সেই মূহূর্তে রাতের আঁধারে শত্রুতা করে লাউ গাছের শিকড় কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাছগুলো মরে বদর আলীর স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক বদর আলী শেখ কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমি বাড়ির পাশে অন্যের ৩০ শতাংশ জমি লীজ নিয়ে লাউ চাষ করেছি। সকালে ক্ষেতে লাউ কাটতে গিয়ে দেখি সবগুলো লাউর পাতা নুইয়ে পড়ছে। পরে দেখি সবগুলো গাছের গোড়া কাটা। রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি ক্ষেত-খামার করে সংসার চালাই। আমি এখন কিভাবে সংসার চালাব, দুশ্চিন্তায় আছি।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, ‘এ বিষয় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া।’

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর