,

কাশিয়ানীতে লক্ষাধিক টাকার জাল ধ্বংস

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে লক্ষাধিক টাকার বেড় জাল আটক করে আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছে প্রশাসন।

রোববার দুপুরে কাশিয়ানীতে মধুমতি বাঁওড়ে বেড় জাল দিয়ে কাঠা ঘের দেয়ার সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ কাঠা উচ্ছেদ অভিযান পরিচালনা কালে এই জাল জব্দ করেন এবং বাঁওড়ের পাড়েই তা আগুন দিয়ে ধ্বংস করে দেন।

কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, মধুমতি বাঁওড়ে কাঠা দিয়ে এবং বেড় জাল দিয়ে ওই এলাকার প্রভাবশালী একটি মহল মাছ শিকার করে আসছে দীর্ঘদিন ধরে। সাধারন যেসব মৎস্যজীবী রয়েছে ওই এলাকায় মাছ শিকার করতেও পারেনা প্রভাবশালীদের হুমকীর মুখে।

তিনি আরো বলেন, আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও প্রভাবশালীরা সময় সুযোগ বুঝে আবারো সক্রীয় হয়ে ওঠে।

এই বিভাগের আরও খবর