কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, ওসি মো. আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওহিদুজ্জামান, সমবায় কর্মকর্তা মো: আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম, ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, মাসুদ রানা প্রমুখ।