,

কাশিয়ানীতে মাঠ দিবস পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ব্যবস্থাপনা প্রকল্প-২ এর আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।

বুধবার (৯ জুন) সকালে উপজেলার ধানকোড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ধানকোড়া পানি ব্যবস্থাপনা দলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিলোক কুমার ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি পরামর্শক মো. শাহাদত হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুরুলিয়া-চরভাটপাড়া উপ-প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটের ইকবাল হাবীব হোমার, কমিউনিটি ফ্যাসিলিটের ফরিদা ইয়াসমিন, মুন্সী নুরুল ইসলাম, শ্রাবন্তী রায়, শ্যামল কুমার বর্মণ, অপূর্ব পরামাণ্য প্রমুখ।

এই বিভাগের আরও খবর