লিয়াকত হোসেন (লিংকন): গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাসুরের ছেলের ছুরিকাঘাতে উম্মে হানিফা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের গুঘালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সজিব শেখ পলাতক রয়েছে। নিহত উম্মে হানিফা বেগম ওই গ্রামের রবিউল শেখের স্ত্রী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হানিফার বড় ভাসুর নান্নু শেখের ছেলে সজিব বাড়িতে একটি কুকুর পোষেন। এ নিয়ে প্রায়ই ভাতিজা সজিব ও চাচি হানিফার মধ্যে ঝগড়া হয়। রোববার ওই কুকুরে হানিফার রান্না করা খাবার খেয়ে ফেলে। এ নিয়ে সোমবার সকালে চাচির সঙ্গে সজিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজিব উত্তেজিত হয়ে তার হাতে থাকা ছুরি চাচির পেটে ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বলেও পুলিশের ওই কর্মকর্তা জানান।