জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে শাহ নেওয়াজ নামে এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ মার্চ) বিকাল সোয়া ৫ টার দিকে কাশিয়ানী পূর্বপাড়া আদ-দ্বীন এনজিও অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই ব্যবসায়ী বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ব্যবসায়ী শাহ নেওয়াজ অভিযোগ করে বলেন, ‘আমি মুকসুদপুরে গ্রাহকের কাছ থেকে পাওনা টাকা আদায় করে কাশিয়ানী নিজবাড়িতে ফিরতেছিলাম। এমএ খালেক কলেজের পশ্চিমপাশে কাশিয়ানী-পোনা সড়কের আদ্-দ্বীন এনজিও অফিসের সামনে পৌঁছালে লিমন শেখ (২৮) ও সোহেল মোল্যা (২২) নামে দুই যুবক এসে আমার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা আমার কাছে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ও মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আমি চিৎকার দিলে আশপাশের লোক এগিয়ে আসে। পরে আমি কাশিয়ানী থানায় একটি অভিযোগ করি।’
অভিযুক্ত সোহেল মোল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি টাকা ছিনিয়ে নেয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি তার কাছে মুরগী বিক্রির টাকা পাই। টাকা না দেয়ায় আমি তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে আসি এবং আমার পাওনা টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে আসতে বলেছি।’
কাশিয়ানী থানার উপ-পদির্শক (এসআই) কামরুজ্জামান খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের কপি এখনও আমি হাতে পাইনি। আমি বাইরে আছি। অভিযোগের কপি হাতে পেয়ে তদন্তে যাব। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’