কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্মারকলিপি প্রদান করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ কাশিয়ানী শাখার সভাপতি মো: তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. সুজন চৌধুরী, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দাবিগুলো হলো- দেশের তৃতীয় শ্রেণির সব কর্মচারীর ন্যূনতম বেতন গ্রেড ১১তম বাস্তবায়ন ও শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার করা। পেশাগতমান উন্নয়নে কম্পিউটারসহ অন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা। শিক্ষা মন্ত্রণালয় প্রণীত চাকরিবিধি-২০১২ সালের বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে বা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি দেয়া। সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবি জানান তারা।