,

কাশিয়ানীতে ফারুক খানের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনার প্রাদূর্ভাবে ঘরে থাকা খেটে খাওয়া মাঝে সামাজিক দূরত্ব মেনে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খানের ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় দফায় খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

বুধবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৭ ইউনিয়নের দেড় হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ মোঃ মহসিন, পান্নু শিকদার, হিরু মুন্সি, মোঃ আশরাফ শিকদার, আব্দুর রহমান প্রমুখ।

গোপালগঞ্জ -১ আসনের সাংসদ ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। সরকার অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। আমরাও ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করছি। তিনি আরো বলেন, অতীতে সরকার এবং আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি সার্বক্ষণিক আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে আছি। প্রতিনিয়ত করোনা প্রতিরোধে করণীয় নিয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।’

এই বিভাগের আরও খবর