কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন সাজিয়া শাহনাজ তমা।
তিনি সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) কাশিয়ানী উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে তিনি যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছেন।
তিনি ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। কাশিয়ানী উপজেলার সহকারি কমিশনার হিসেবে পদায়ন পেয়ে গত বছরের ডিসেম্বরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি প্রথম কর্মজীবনে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাজিয়া শাহনাজ তমার বেড়ে ওঠা ও স্কুলজীবন কেটেছে চট্টগ্রামে। তাঁর গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িশাল গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স-মাষ্টার্স সম্পন্ন করেছেন।
সাজিয়া শাহনাজ তমা বলেন, ‘আমি কাশিয়ানী উপজেলাবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। উপজেলা ভূমি অফিসকে জনগণের আস্থা ও নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত করবো। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।’