জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহাবুবুল আলম সেলিমকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নবাসীর আয়োজনে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মুন্সী ফররুখ হুসাইন মিন্টু, মো. ফরিদুল ইসলাম, আবুল বাশার কোবাদ, এনায়েত সরদার, সোহরাফ হোসেন মুন্সী, মাওলানা ইউনুস আলী, মো. বেলায়েত হোসেনসহ পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।