কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে করোনা পরিস্থিতিতে অনেকটা নিরানন্দে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।
সকাল সাড়ে ৭টায় কোর্ট মসজিদে ঈদুল আযহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নিরাপদ শারিরীক দূরত্ব ও অন্যান্য নির্দেশনা মেনে এ জামাত অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া কাশিয়ানী থানা জামে মসজিদ, পিংগলিয়া ঈদগাহ, পোনা ঈদগাহ, তারাইল মাদ্রাসা মসজিদ, চাপ্তা ঈদগাহ, রহিমদিয়া মাদ্রাসা মসজিদ, রামদিয়া বাজার কেন্দ্রীয় মসজিদ, সরকারি এসকে কলেজ মসজিদ, পারুলিয়া মাদ্রাসা মাঠসহ উপজেলার প্রায় তিন শতাধিক মসজিদ-ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি, নিহতদের আত্মার শান্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ তা’য়ালার নিকট বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে কাউকে কোলাকুলি ও হাত মেলাতে দেখা যায়নি। ফলে অনেকে হতাশ মনে ফিরেছেন বাসায়।
ঈদের নামাজকে পড়াকে কেন্দ্র করে কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।