,

কাশিয়ানীতে চুইঝাল প্রদর্শনীর উপকরণ বিতরণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বাস্তবায়িত অপ্রচলিত ফসল চুইঝাল প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সনজয় কুমার কুন্ডু, প্রাণীসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর