কাশিয়ানী প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে খ্রিষ্টান পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ হামলায় গ্লোরিয়া বিশ্বাস (৮৫) ও তার ছেলে ষ্টিফেন বিশ্বাস (৪৮) আহত হয়েছেন। ষ্টিফেন ওই গ্রামের ‘দি রিডিমন্ড খ্রীষ্টিয়ান চার্চ অব গড’ নামের একটি মিশনারীর সহকারি পরিচালক।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গ্লোরিয়া বিশ্বাস বলেন, বাড়ির পাশে একটি জমি নিয়ে প্রতিবেশি নিতাই চন্দ্র বিশ্বাসের সাথে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ওই জমির পাশে (আইলে) আগাছা পরিষ্কার করতে গেলে নিতাই বিশ্বাসের পরিবারের লোকজন বাঁধা দেয়। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিতাই বিশ্বাসের নেতৃত্বে ৪-৫ জন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। এ সময় আমার ছেলে এগিয়ে আসলে তাকে বেধড়ক পেটায় ও কিলঘুষি দেয় প্রতিপক্ষের লোকেরা। পরে প্রতিবেশি লোকজন এসে আমাদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
নিতাই বিশ্বাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের জায়গা জোরপূর্বক দখল করে প্রতিপক্ষরা ঘর তুলেছে। আজও আমাদের জায়গা থেকে মাটি কাটার জন্য লোকজন আনে। আমরা মাটি কাটতে বাঁধা দিতে গেলে তারা কয়েকজন মিলে এসে আমাদের ওপর হামলা চালায়।’
কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এখন পর্যন্ত তারা থানায় কোন অভিযোগ দেয়নি। তাদেরকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।’
-লিয়াকত হোসেন লিংকন