,

কাশিয়ানীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ভ্যান যাত্রীর

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে কাভার্ডভ্যানের চাপায় ফাইজুর মিয়া (৩৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যান চালক।

বুধবার (১৯ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাইজুর মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা জানান, ফাইজুর মিয়া একটি ভ্যানে করে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিলেন। ভ্যানটি তারাইল পূর্বপাড়া এলাকায় সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠতেছিল। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী ফাইজুর মিয়া নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যান চালক। আহত ভ্যানচালককে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর