,

কাশিয়ানীতে টিকা নিয়ে কর্মসূচীর উদ্বোধন করলেন ইউএনও

কাশিয়ানী গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়কে টিকা দেয়ার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

রোববার বেলা সাড়ে ১২ টায় ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ্বাস, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মাদ আবু রায়হান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. সালমান রহমান, সিএ মো: ওয়াহিদুল ইসলামসহ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীরা।

আজ প্রথম ডোস হিসেবে ৩০ জনকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর