,

কাশিয়ানীতে ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার

লাশ দেখতে মানুষের ভিড়।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের তিন দিন পর জিকির শেখ (৩৫) নামে এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জিকির শেখ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের মৃত তৈয়াব আলীর ছেলে।

রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান জানান, মহাসড়কের পাশে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রামদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, লাশের হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল। দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে চালকেকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর