,

কাশিয়ানীতে আগুনে পুড়ে ৫ গরুর মৃত্যু

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে পাঁচটি গরু মারা গেছে।

বুধবার দিনগত রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখনও আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা স্থানীয়দের।

ক্ষতিগ্রস্থ ভানু বেগম বলেন, রাতে হঠাৎ গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশিরা ডাক দেয়। বেরিয়ে দেখি আগুনের লেলিহান শিখা পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীদের সহায়তায় গোয়ালঘর থেকে মুমূর্ষ অবস্থায় একটি গরু বের করতে পারি এবং আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিভাই। গোয়াল ঘরের মধ্যে থাকা একটি বাছুরসহ বাকি পাঁচটি গরু পুড়ে মারা যায়।

এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরেছি। বিকালে ঘটনাস্থলে যাবো এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে যথা সাধ্য আর্থিক সাহায্য করা হবে।’

এই বিভাগের আরও খবর