,

কাশিয়ানীতে আওয়ামী লীগের পরিচিতি সভা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৩ নং ওয়ার্ডের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসীন শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী নেতা এম, এ খায়ের মিয়া, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (পিকুল), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্যা, আশরাফ হোসেন মুছা, সাব্বির হোসেন সাগর, জসীম উদ্দিন, বিশ্বজিৎ রায় প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান।

এই বিভাগের আরও খবর