,

কাশিয়ানীতে ‘বৈদ্যুতিক শক’ দিয়ে যুবককে হত্যাচেষ্টা!

হাসপাতালে চিকিৎসাধীন আহত তারিকুল শিকদার (৩০)।

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে নিষেধ করায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. তারিকুল শিকদার (৩০) নামে এক যুবককে বৈদ্যুতিক শক দিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (২২ মার্চ) রাত ১২ টার দিকে উপজেলার পুইশুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

গুরুতর আহত তারিকুল শিকদার কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তারিকুলের বাবা মকুদ শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, তারিকুল শিকদার রাতে টর্চলাইট দিয়ে খালে মাছ ধরতে যান। এ সময় একই গ্রামের চাঁন মিয়া বিশ^াস ও সজীব শিকদারকে বৈদ্যুতিক শটলাইট দিয়ে মাছ ধরতে দেখেন। তারিকুল তাদেরকে শকলাইট দিয়ে মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা তারিকুলকে নৌকা চালানোর বৈঠা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বৈদ্যুতিক শকলাইট দিয়ে তারিকুলের শরীরের বিভিন্ন স্থানে শক দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় লোকজন এগিয়ে আসলে অচেতন অবস্থায় তারিকুলকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার কাশিয়ানী ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর