,

কাশিয়ানীতে ধান চাল সংগ্রহের উদ্বোধন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ মে) উপজেলার রামদিয়া খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

এ বছর উপজেলায় ৬৯১ মেট্রিক টন বোরো ধান ও ২৭৩ মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান মিয়া, রামদিয়া খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন , শাহ আব্দুল মান্নান, মো. মনিরুল ইসলাম বিশ্বাস, বিভিন্ন রাইস মিল মালিকসহ সাংবাদিকরা।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি রাইচ মিল থেকে ২৭৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। কৃষক পর্যায় থেকে সরাসরি ৬৯১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর