,

কাশিয়ানীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে সারাদেশের মতো গোপালগঞ্জের কাশিয়ানীতে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

মাসব্যাপী সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে। সকালে ঈদের নামাজ শেষে আনন্দ-উৎসবে মেতেছেন মানুষ। ছোট বড় সবাই নতুন আর বাহারি পোশাক পরে বাইরে বেড়াচ্ছেন। অনেকে বিনোদন কেন্দ্রে ঘুরতে যাচ্ছেন।

উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এ জামাতে নামাজ আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, ওসি মোহাম্মদ ফিরোজ আলম, আওয়ামী লীগ নেতা এম এ খায়ের মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া উপজেলার পিংগলিয়া ঈদগাহ, পোনা ঈদগাহ, তারাইল মাদ্রাসা ঈদগাহ, চাপ্তা ঈদগাহ, রহিমদিয়া মাদ্রাসা ঈদগাহ, পারুলিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানসহ উপজেলার প্রায় দুই শতাধিক স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

ঈদের নামাজকে পড়াকে কেন্দ্র করে কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর