মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনিতে একটি ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বার) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোদাচ্ছেক সরদারের (৪০) ওপর এ হামলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে লক্ষ্মীপুর বাজার থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন মোদাচ্ছেক সরদার। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে একা পেয়ে কোপাতে থাকে। মোদাচ্ছেকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তখন তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।